Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নাম
হাটুরিয়া বাজার
বিস্তারিত

হাটুরিয়া বাজার একটি প্রাচীন বাজার নামে পরিচিত। পূর্বে  এটি  কাঁচারী বাজার নামেও পরিচিত ছিল। এখানে প্রতিনিয়ত সাপ্তাহিক শনিবার ও মঙ্গলবার দুই দিন হাট বসে। হাটে দুর-দূরান্ত থেকে বিভিন্ন লোকের সমাগম হয়। এখানে প্রতি মঙ্গলবার গরু ছাগলের বিশাল হাট বসে। এই হাটে মৌসুমী পন্য ছাড়াও শীতকালীন বিভিন্ন শাক-সবজি পাওয়া যায়। মৌসুমী পন্যের মধ্যে ধান, পাট, মরিচ, বিভিন্ন শস্যদানা অন্যতম।


ঠিকানা

ইউনিয়ন: নলমুড়ি, ডাকঘর: হাটুরিয়া, উপজেলা: গোসাইরহাট, জেলা: শরীয়তপুর।


ইজারা মূল্য
৩৪০২৫০ (প্রায়)
পরিচালনাকারী কর্তৃপক্ষ
হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি
চান্দিনা ভিটির সংখ্যা
৫৫
তথ্য প্রদানকারী ব্যক্তি